যশোরে করোনায় মৃত্যু আরও ৬

গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা ও উপসর্গ নিয়ে মোট ছয় জন মারা গেছেন। এদের মধ্যে দুই জন করোনা আক্রান্ত ছিলেন। মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোরের ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে পিসিআর টেস্টে ৮৫ এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় যশোরের দুই জন পুরুষ রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, জেনারেল হাসপাতালের রেড জোনে ১২ ও ইয়েলো জোনে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় করোনায় দুই জন ও সাসপেক্টেড চার জন মারা গেছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.