আবার অধিনায়কত্বের প্রস্তাব দেয়া হলে, করবো না: মিরাজ

শনিবার (২৯ জানুয়ারি) হুট করেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এই ঘটনার জেরে সোমবার বিকেলে টিম হোটেল ছাড়তে উদ্যত হন এই অলরাউন্ডার। যদিও এক ফ্যাঞ্চাইজি কর্মকর্তা মিরাজকে বুঝিয়ে শুনিয়ে আবারও হোটেলে নিয়ে যান। এরপর তার সঙ্গে আলোচনায় বসে ফ্র্যাঞ্চাইজিটি। মিরাজকে সঙ্গে নিয়ে তারা একটি সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছে।

সেখানে মিরাজ বলেন, ‘এখন যদি আমাকে প্রস্তাব দেয়া হয়, সত্যি কথা বলতে আমি করবো না। আমি এখন একজন খেলোয়াড় হিসেবে খেলবো দলে। কিন্তু আমাকে যদি পরবর্তীতে ম্যানেজমেন্ট থেকে অধিনায়কত্ব দেয়া হয় তাহলে আমি করবো না।’

নেতৃত্ব হারানোর পর শনিবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটি খেলেন মিরাজ। তবে রবিবার বিকেলে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আলমের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন। আলোচনার মাধ্যমে মিরাজের সঙ্গে নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই অলরাউন্ডার নিজেও দলের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে খেলার আশ্বাস দিয়েছেন।

মিরাজ বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে চেষ্টা করবো নিজে ভালো পারফর্ম করার জন্য এবং দল যাতে ভালো খেলে। যেহেতু দল আমার কাছ থেকে ভালো কিছু আশা করে। ভালো হচ্ছে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবো এভাবেই ভালো করার জন্য।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.