রুট ব্যর্থ, কোহলি সফল: চ্যাপেল

সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণে সমালোচিত হচ্ছেন জো রুট। এবার ইংলিশ এই অধিনায়ককে ব্যর্থ বললেন ইয়ান চ্যাপেল। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন রুট। তবে নিজে পারফর্ম করলেও ব্যর্থ হয়েছে তার দল। গত বছর ৯টি টেস্ট হেরেছে ইংলিশরা। যা সাদা পোশাকের ইতিহাসে এক মৌসুমে যৌথভাবে সবচেয়ে বেশি টেস্ট হারের রেকর্ড।

অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের মতে, ‘জো রুট অধিনায়ক হিসেবে ব্যর্থ, যদিও সে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছে। রুটকে নিয়ে অন্য কোনো ইংলিশ ক্রিকেট ভক্ত যাই বলুক না কেন, রুট একজন ভালো ব্যাটার কিন্তু অধিনায়ক হিসেবে ব্যর্থ।’

এদিকে গত কয়েক মাসের ব্যবধানে তিন সংস্করণের ক্রিকেট থেকেই নেতৃত্ব ছেড়েছেন কোহলি। যেখানে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টে হারের পর অনেকটা অপ্রত্যাশিতভাবেই সাদা পোশাকের নেতৃত্ব ছাড়েন তিনি। অধিনায়ক হিসেবে বড় কোনো শিরোপা না জিতলেও ম্যাচ জয়ের হিসেবে সফল কোহলি।

চ্যাপেল বলেন, ‘কোহলি অধিনায়ক হিসেবে ব্যতিক্রম ছিল, এতে কোনো সন্দেহ নেই। সে তার ইচ্ছাশক্তির সঙ্গে আপোষ করেনি, কিন্তু সে এখনও ভারতকে সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখে।’

সেঞ্চুরিয়ন টেস্টে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করে ভারত। কিন্তু পরের দুই টেস্ট হেরে সিরিজ খুইয়েছে তারা। সিরিজে প্রথম ও তৃতীয় টেস্ট খেললেও, দ্বিতীয় টেস্টে ছিলেন না কোহলি। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক বলেন, ‘গত সাত বছর ধরে গাঙ্গুলি এবং ধোনির ধারা অব্যহত রেখেছিল কোহলি। অধিনায়ক হিসেবে তার বড় হতাশার জায়গা হচ্ছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ তে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সিরিজ হার। যদিও সে কেপটাউন টেস্টে খেলেনি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.