শেয়ার বেচবে ইন্ট্রাকোর প্লেসমেন্ট হোল্ডার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্লেসমেন্ট হোল্ডার ইন্ট্রাকো প্রপার্টিজ লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই প্লেসমেন্ট হোল্ডার কোম্পানির ৩ লাখ শেয়ার বেচবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইন্ট্রাকো প্রোপারিটিজের কাছে কোম্পানির মোট ১১ লাখ ২২ হাজার ৩৬টি শেয়ার আছে।

কোম্পানির এই প্লেসমেন্ট হোল্ডার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.