করোনা সংক্রমণ বেড়েছে, মৃত্যুর হারও বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনার সংক্রমণের হার প্রায় ২০ গুণ বেড়ে গেছে। এটা আশঙ্কাজনক। কোভিডের সংক্রমণ বেড়ে গেছে, সে কারণে মৃত্যুর হারও বাড়বে। সংক্রমণ বাড়লে মৃত্যু বাড়বেই। আমরা একটি কথা বলে থাকি- সেটা হচ্ছে ‘মৃদু’। আসলে ‘মৃদু’ কথাটা সঠিক নয়।

রোববার (৩০ জানুয়ারি) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে করোনা টিকা এবং করোনা পরিস্থিতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলন।

জাহিদ মালেক বলেন, আগ্রাসী সংক্রমণ নিয়ন্ত্রণে সবার স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিশ্বের বিভিন্ন দেশেই টিকার বয়সসীমা পাঁচ বছর করা হয়েছে, বাংলাদেশেও এমন কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, টিকার বয়সসীমা পাঁচ বছর করার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা পর্যালোচনা করে আমাদের জানাবে বলে জানিয়েছে। তাদের বার্তা পেলেই টিকার বয়সসীমা পাঁচ বছরে নামিয়ে আনা হবে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.