ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনেদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট  ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ৪৬ হাজার ৩০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আনোয়ার গ্যালভানাইজিং ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজ লিমিটেডের ২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুটওয়্যার, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড, বিকন ফার্মা, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এক্সয়ার নিট কম্পোজিট, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, জিপিএইচ ইস্পাত, ইনডেক্স অ্যাগ্রো, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, নিউ লাইন ক্লোথিংস, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, শেপার্ড ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার ও ইয়াকিন পলিমার লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.