হোয়াইটওয়াশ হওয়ার পর জরিমানা গুনল ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর মোটা অঙ্কের জরিমানার কবলে পড়েছে ভারত। মূলত স্লো ওভার রেটের কারণে তাদের জরিমানা করা হয়েছে।

কেপ টাউনে সিরিজের শেষ ওয়ানডেতে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ভারত। নির্দিষ্ট সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিল ভারত। এর ফলে ভারতের সব ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের।

অবশ্য এই সিরিজে এর আগে জরিমানার কবলে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডেতে তারা নির্ধারিত সময়ে এক ওভার পিছিয়ে ছিল। ফলে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছিল তাদের। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল স্লো ওভার রেটের দায় মেনে নিলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সিরিজের শেষ ম্যাচে ভারত প্রোটিয়াদের কাছে ৪ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.