রামপুরায় বিদ্যুতের সাব স্টেশনে আগুন

রাজধানীর রামপুরার উলন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া সাতটার দিকে এ আগুন লাগে। আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোয়া আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট কাজ করছে। আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

এর আগে ২০২০ সালের ১১ এপ্রিল বিকালে উলন গ্রিড উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছিল। সাব স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই রামপুরা, মহানগর, হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.