দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা ১২ মিনিট ৩১ সেকেন্ডের দিকে এটি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার দূরে মিয়ানমারের ফালামে ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার-ভারত সীমান্তে ফালাম শহর।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.