আবারও কুমিল্লার অধিনায়ক ইমরুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব পেয়েছেন ইমরুল কায়েস। ২০১৯ সালে ইমরুলের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। শিরোপাজয়ী অধিনায়ককে সহজেই নেতৃত্বের দায়িত্ব দিয়েছে তারা।

কুমিল্লার মিডিয়া ম্যানেজার এই ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেছে। কাগজে কলমে এবারের আসরে সবচেয়ে অভিজ্ঞ দল কুমিল্লা। দুইবারের শিরোপাজয়ী দলটি পেয়ার্স ড্রাফটের আগ থেকেই দল গঠনে সোচ্চার ছিল। আর তাই ফাফ ডু প্লেসি, মঈন আলী ও সুনীল নারিনদের মতো ফ্র্যাঞ্চাইজি মাতানো ক্রিকেটারদের দলে ভেড়ায় তারা। ড্রাফটের আগে দেশ সেরা পেসার মুস্তাফিজুর রহমানকেও ডিরেক্ট সাইনিং করিয়েছে তারা।

দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটন দাস, মুমিনুল হক ও মেহেদী হাসানদের দলে ভিড়িয়েছে তারা। এছাড়া কুমিল্লার স্কোয়াডের শক্তি বাড়াতে আছেন তানভীর ইসলাম, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়কেও দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন মোহাম্মদ সালাহউদ্দিন। দলটির উপদেষ্টা হিসেবে আছেন স্টিভ রোডস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, সুনীল নারিন, মঈন আলী, লিটন দাস, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন টমাস, মাহমুদুল হাসান, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, আবু হায়দার ও মেহেদী হাসান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.