ভারতের বাজারে দর পতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (১৮ জানুয়ারি) বেশ বড় দরপতন হয়েছে ভারতের পুঁজিবাজারে। এদিন দেশটির প্রধান দুই স্টক এক্সচেঞ্জ- বিএসই (সাবেক বোম্বে স্টক এক্সচেঞ্জ) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক কমেছে।

মঙ্গলবার বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বিএসই সেনসেক্স ৫৫৪ পয়েন্ট বা প্রায় দশমিক ৯০ শতাংশ কমেছে। বাজারমূলধনে বৃহত্তর ৩০ কোম্পানির এই সূচকটি কমে ৬০ হাজার ৭৭৫ পয়েন্ট দাঁড়িয়েছে।

অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এনএসই নিফটি ১৯৫ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ১৮ হাজার ১১৩ পয়েন্টে নেমেছে। বাজার মূলধনে শীর্ষ ৫০ কোম্পানির এই সূচকটির পতন ১ শতাংশে আটকে থাকলেও স্মল ক্যাপ ও মিডিয়াম ক্যাপ সূচক কমেছে ২ শতাংশের বেশি। মঙ্গলবার নিফটি মিডিয়াম ক্যাপ ১০০ সূচক কমেছে ২ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ২ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

মঙ্গলবার সূচক পতনে বড় ভূমিকা রেখেছে অটোমোবাইলস খাত। অন্যদিকে নিম্নমুখী বাজারেও ব্যাংকিং খাত বুক চিতিয়ে দাঁড়িয়েছিল।

এদিন বিএসইতে ২ হাজার ২৭৩টি কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ১ হাজার ১৫৭টির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.