হারিয়ে যাওয়া কুকুরছানা খুঁজে দেবে যে অ্যাপ

হারিয়ে যাওয়া  কুকুরছানা খুব সহজেই খুঁজে দেবে ‘পেটনাও’ নামের একটি অ্যাপ। এটি তৈরি করেছে স্যামসাংয়ের সি-ল্যাব স্টার্টআপ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পেটনাও অ্যাপের এআই অ্যালগরিদম কুকুরছানার নাকের ছাপ বিশ্লেষণের মাধ্যমে তাকে খুঁজে দেবে। যেমনভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষের আঙুলের ছাপ নেওয়া হয় সেভাবেই আগে থেকে ফোনের পেটনাও অ্যাপে কুকুরছানার নাকের ছাপ নিয়ে রাখা হবে। পরবর্তীতে সে হারিয়ে গেলে তাকে এক লহমায় খুঁজে দেবে মুশকিল আসান এই অ্যাপ।

তাই এখন থেকে আর হারিয়ে যাওয়ার ভয়ে প্রিয় কুকুরছানার শরীরে মাইক্রোচিপ লাগিয়ে রাখতে হবে না।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় টেক শো কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) অনুষ্ঠিত হয়। এতে নামীদামী ব্র্যান্ডগুলো তাদের একাধিক পণ্যের পর্দা উন্মোচন করেছে। বাদ যায়নি স্যামসাংও। স্মার্টফোন, স্মার্ট ডিভাইসের সঙ্গে কয়েকটি উদ্ভট পণ্যও নিয়ে এসেছে এই সংস্থা। তার মধ্যে একটি এই প্যাটনাও অ্যাপ, যা দারুণ আলোচনার জন্ম দিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.