অয়েল ট্যাঙ্কার কিনছে সিভিও পেট্রো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি লিমিটেড একটি অয়েল ট্যাঙ্কার কিনবে। এ লক্ষ্যে কোম্পানিটি ‘এমএস এম এ বাশার অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত অয়েল ট্যাঙ্কারটি জাপানে নির্মিত। এর ধারণ ক্ষমতা ২০৭৩ মেট্রিক টন। কোম্পানির দাবি, তাদের কারখানার কাঁচামাল নেপথা পরিবহনে গুণগতমান, পরিমাণ ও নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে এই ট্যাঙ্কার। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে সিভিওর কারখানা পর্যন্ত নেপথা পরিবহনে খরচ অনেক কমিয়ে দেবে এই ট্যাঙ্কার। এছাড়া এটি অন্যান্য কোম্পানির পণ্য পরিবহণের মাধ্যমে বাড়তি আয় এনে দেবে কোম্পানিকে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.