ক্রিকেটকে বিদায় বললেন মরিস

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন ক্রিস মরিস। তবে হঠাৎই সবধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। তাতে ১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন মরিস। এদিকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে টাইটান্স দলের সঙ্গে কোচিংয়ে যুক্ত হতে যাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে মরিস লেখেন, ‘আমার সফরে ছোট বা বড়, যারা এতটুকুও অবদান রেখেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই সফরটা খুবই সুন্দর ছিল।’

২০১৩ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া মরিস ক্যারিয়ারে খেলেছেন ৪২টি ম্যাচ। যেখানে ৪৮ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে রান করেছেন ৪৬৭। সাদা পোশাকে অবশ্য ক্যারিয়ারটা বড় করতে পারেননি এই অলরাউন্ডার। ৪ ম্যাচ খেলে নিয়েছেন মোটে ১২ উইকেট। এ ছাড়া ১৭৩ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে নিয়েছেন ৩৪ উইকেট। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি মরিস।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.