পাইরেসির কবলে ‘ব্লাক উইডো’৬০০ মিলিয়ন ডলার ক্ষতি

বহুল আলোচিত সিনেমা ‘ব্লাক উইডো’। স্কারলেট জোহানসেন অভিনীত সিনেমাটি ২০২১ সালের ১৯ জুলাই মুক্তি পেয়েছিল।  মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স- এর সিনেমাটি বেশ ভালোই ব্যবসা করছিল।

মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপি সিনেমাটির বক্স অফিস সংগ্রহ ছিল ২১৫মিলিয়ন মার্কিন ডলার। আশা ছিল বড় সংগ্রহের দিকে হাঁটবে সিনেমাটি। রেকর্ডও গড়বে অনেক।

কিন্তু কোভিড পরিস্থিতি আবারও বৃদ্ধি পাওয়ায় সেই যাত্রা থমকে যায়। তার উপর ছবিটি আক্রান্ত হয় পাইরেসির। শুধুমাত্র পাইরেসির শিকার হয়ে স্কারলেটের ‘ব্ল্যাক উইডো’ ৬০০মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে।

বেশ কয়েকটি পাইরেসি ওয়েবসাইট সিনেমাটি বিভিন্ন ভাষায় আপোলড করে দেয়। আগস্টেই ‘ব্লাক উইডো’ ২০ মিলিয়নেরও বেশিবার পাইরেট হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। যার ফলেই প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের মতো বিশাল লোকসান গুনতে হয়েছে ছবিটির কর্তৃপক্ষকে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.