নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

নওগাঁর সাপাহারে হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মকবুল হোসেন ওরফে সানাউল্লাহ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৬নং পিলারের ১এস (মেইন পিলার) এর কাছে এ ঘটনা ঘটে।

৩০ বছর বয়সী মকবুল হোসেন উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মকবুল হোসেনসহ কয়েকজন গরু ব্যবসায়ী হাঁপানিয়া সীমান্তের কৃষ্ণসদা এলাকা দিয়ে ভারতে গরু নিতে যান। তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফ’র টহলরত জোয়ানরা টের পেয়ে তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে।

এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের ২০০ গজ অভ্যন্তরে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে থাকতে দেখা যায়।

১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য একটি বার্তা পাঠানো হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.