সংলাপে অংশ নিতে বঙ্গভবনে জমিয়তে উলামায়ে ইসলাম

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নতুন নির্বাচন কমিশন গঠনের ওপর রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেন দলটির নেতারা।

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সংলাপ হওয়ার কথা রয়েছে। এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে উপস্থিত হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গত ২০ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে তারা আজ বঙ্গভবনে গেলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে রয়েছেন- দলটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, আব্দুল কুদ্দুস তালুকদার, অ্যাডভোকেট শাহীনুল পাশা চৌধুরী, আব্দুল কুদ্দুস মানিকনগরী, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া ও অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন কাসেমী।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.