বিদায়ী বছরে সিএসই’র সেরা ব্রোকার লংকাবাংলা সিকিউরিটিজ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ২০২১ সালের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। এসকল ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২১ সালের তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বি রিচ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

এ তালিকার শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের অন্য প্রতিষ্ঠানগুলো হলো: কবির সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোং লিমিটেড, মীনহার সিকিউরিটিজ লিমিটেড, ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড,

এছাড়াও রয়েছে, মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, প্রুডেন্সিয়াল ক্যাপিটাল লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড, এসআর ক্যাপিটাল লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ লিমিটেড।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.