হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের ২ সেনা নিহত

ইসরায়েলের উত্তর সীমায় ভূমধ্যসাগরে মহড়া চলাকালীন হেলিকপ্টার দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মূলত নৌসেনার এই মহড়ায় যোগ দিয়েছে বিমানবাহিনীর অফিসাররা।

ইসরায়েলের সেনার টুইট অনুযায়ী, সোমবার দুই পাইলট জাহাজ থেকে হেলিকপ্টার উড়িয়ে মহড়ায় যোগ দিয়েছিলেন। কিন্তু আকাশে ওড়ার পরেই তাদের হেলিকপ্টার ভেঙে যায়। তাতেই দুইজনের মৃত্যু হয়।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিশেষ কম্যান্ডা এবং ডুবুরিরা। দ্রুত উদ্ধারকাজ শুরু করে তারা। তারাই এক আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বিশেষ বিমানে আহত সেনাকে হাসাপাতালে পৌঁছে দেওয়া হয়। হাসপাতাল জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল।

বাকি দুই পাইলটকে বাঁচাতে পারেনি উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ইসরায়েলে তৈরি আতালেফ হেলিকপ্টার চালাচ্ছিলেন তারা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে বিশেষ তদন্ত কমিটি তৈরি হয়েছে। আপাতত মহড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে সামরিক কর্তৃপক্ষ। সূত্র: ডিডাব্লিউ, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.