২০২১ সালে ডিএসইএক্সের ৭ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ

বিদয়ী বছরেও দেশে করোনা মহামারির মধ্যে দিয়ে পার করেছে। এই সময়ে দেশের অর্থনীতির অন্য খাত স্থবির থাকলেও পুঁজিবাজার ছিল গতিশীল। এই বছরেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করে। ডিএসইর তিনটি মূল্য সূচকেই রয়েছে রেকর্ড উত্থান।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স)

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের বছরের চেয়ে ১৩৫৪.৫৯ পয়েন্ট বা ২৫.০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬,৭৫৬.৬৬ পয়েন্টে উন্নীত হয়৷ ২০২১ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৭৩৬৮.০০ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৫০৪৪.৯৯ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ৪,০৯০.৪৭ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়৷  সূচকটির ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ উত্থান।

ডিএসই ৩০ সূচক (ডিএস৩০)

এই সূচকটিতেও রয়েছে নতুন রেকর্ড। ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) ৫৬৮ পয়েন্ট বা ২৮.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫৩২.৫৮ পয়েন্টে দাঁড়ায়৷ ২০২১ সালে ডিএস৩০ মূল্য সূচক সর্বোচ্চ ২৭৮৭.৮২ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১৯০১.১৩ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ১,৪৭৩.০১ পয়েন্ট নিয়ে এ সূচকের যাএা শুরু হয়৷

ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস)

একই বছর ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ১৮৯.০১ পয়েন্ট বা ১৫.২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪৩১.১২ পয়েন্টে উন্নীত হয়৷ ২০২১ সালে ডিএসইএস মূল্য সূচক সর্বোচ্চ ১৬০০.২৬ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১১৬৬.১৭ পয়েন্ট৷ ২০১৪ সালের ২০ জানুয়ারি ৯৪১.২৮ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়৷

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.