নতুন বিনিয়োগ করবে কেডিএস এক্সেসরিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড তার বিভিন্ন ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগ করবে। এই বিনিয়োগের পরিমাণ ৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কেডিএস এক্সেসরিজ লিমটেড তার বোর্ড প্ল্যান্টের কিছু মেশিনারিজ পরিবর্তন করার জন্য ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করবে। এর ফলে এই প্ল্যান্টের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়বে।

কোম্পানিটি তার বিদ্যমান বোতাম ইউনিটে ২ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করবে। এর মাধ্যমে এই ইউনিটে নতুন ৬টি টারনিং মেশিন, ২টি সেন্ট্রিফিউগাল কাস্টিং মেশিন ও ৪টি ওয়াটার পলিশিং মেশিন যুক্ত হবে।

অন্যদিকে কোম্পানিটি তার ইলাস্টিক ও ন্যারো ফেব্রিক ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়াতে ৬৮ লাখ টাকা বিনিয়োগ করবে।

নতুন মেশিনারিজ সংযোজন ও বিদ্যমান কিছু মেশিনারিজ পরিবর্তনের ফলে কোম্পানিটি বাড়তি ৯ লাখ পিস কার্টন, ১৩ হাজার লাখ জিজি বোতাম, ৯৬ লাখ গজ ড্র কর্ড উৎপাদনে সক্ষম হবে কোম্পানিটি।

আলোচিত মেশিনারিজ স্থাপন ও পরিবর্তন পরবর্তী পূর্ণ উৎপাদনক্ষমতার পর কোম্পানি বার্ষিক রাজস্ব প্রায় ১০ কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.