টাইগার বোলারদের তোপে কোণঠাসা ভারত

যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান।

ব্যাটিংয়ে নেমে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি ভারত। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে যায় ভারত। প্রথম ১০ ওভারে তারা রান তুলতে পারে কেবল ৩১।

প্রথম পাওয়ার প্লেতেই তারা ওপেনার হারনোর সিংকে হারায়। তিনি ১৫ রান করে তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। পাওয়ার প্লের পর আরেক ওপেনার অংক্রিস রঘুভানসিকে ব্যক্তিগত ১৬ রানে ফিরিয়েছেন নাইমুর রহমান নয়ন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.