অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যুব দল। যদিও ম্যাচটি মাঝ পথেই বাতিল করা হয়েছে। একজন আম্পায়ার করোনায় আক্রান্ত হওয়ার ফলে ম্যাচটি না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
ম্যাচটি পরিত্যক্ত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যুব এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশের যুবারা। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ১৩০ রান।
আরিফুল ইসলাম ১৯ ও মোহাম্মদ ফাহিম ২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন। এই ম্যাচের শুরুতে দলীয় ৪ রানে ওপেনার ইফতেখার হোসেন ইফতির উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন মাহফুজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। মাহফুজুল আউট হন ৪ রান করে। একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৪৫ রান করেন নাবিল। আইচ মোল্লা আউট হন ২৪ রান করে। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ত্রাভিন ম্যাথিউ ও দুনিথ নেতমিকা।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.