রাজধানীর খিলক্ষেত এলাকায় এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অপর পাশ দিয়ে আসা মাইক্রোবাসের ওপর উঠে পড়েছে। এতে মাইক্রোবাসটির চালক অল্পের জন্য প্রাণে বাঁচলেও আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়েছেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান বলেন, ‘এনা পরিবহনের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে। গাড়িটি বেশ গতিতে ছিল। খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এতে ডিভাইডার ভেঙে অপর পাশ থেকে আসা একটি মাইক্রোবাসের ওপরে উঠে যায়।’
তিনি আরও জানান, ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনা পরিবহনের চালককে পায়নি, যাত্রীরাও ছিলেন না। বাসের সামনের একটি চাকাসহ কিছু অংশ মাইক্রোবাসটির ওপর পড়েছে। মাইক্রোবাসটির চালক হাতে আঘাত পেয়েছেন। এতে আরও চারজন যাত্রী ছিলেন, তবে তারা সুস্থ আছেন। বাসটি সড়ক থেকে সরানো হয়েছে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.