চট্টগ্রামের হয়ে খেলবেন সাব্বির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে ২১ জানুয়ারি। যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এর আগে ২৭ ডিসেম্বর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট।

ড্রাফটের আগেই বিদেশি ক্রিকেটার হিসেবে বিসিবির মালিকানাধীন ঢাকা দলে ভিড়িয়েছে ইসুরু উদানা ও ফয়েজ আহমেদকে। এদিকে ড্রাফট থেকে নিজেদের প্রথম ডাকেই। তামিমকে দলে নিয়েছে ঢাকা। চট্টগ্রাম তাদের দ্বিতীয় ডাকে আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে।

খুলনা নিজেদের দ্বিতীয় ডাকের সুযোগে দলে ভিড়িয়েছে সৌম্য সরকার। ঢাকা তৃতীয় রাউন্ডে দলে ভিড়িয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। বিদেশিদের দলে নেয়ার তালিকায় শ্রীলঙ্কা ও উইন্ডিজ ক্রিকেটারদের নিয়ে চলছে টানাটানি।

দেশিদের পঞ্চম রাউন্ডে এনামুল হক বিজয়কে দলে নিয়েছে সিলেট। এদিকে ওপেনার নাইম শেখ খেলবেন ঢাকার হয়ে। ষষ্ঠ রাউন্ডে চট্টগ্রাম দলে নিয়েছে সাব্বির রহমানকে।

বিপিএল ড্রাফট-

খুলনা টাইগার্স- মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান।

ঢাকা- মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, মোহাম্মদ শাহজাদ, ফজলে হক ফারুকী, নাইম শেখ, আরাফাত সানি।

ফরচুন বরিশাল- সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয়ে, আলজারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারিন, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম, কুশল মেন্ডিস, ওশানে থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম।

সিলেট সানরাইজার্স- তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল হোসেন অপু, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.