সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন

সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার ননকনভার্টেবল, আনসিকিউর্ড ফ্লোটিং রেট, সাব অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বিএসইসি। বন্ডটির ৫০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭% (ফ্লোর) থেকে ৯% (সাইলিং) যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়্যাল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক,কর্পোরেট প্রতিষ্ঠানসহ  অন্যানী যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের এডিশনাল টায়ার-II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.