দগ্ধ বেশিরভাগই আশঙ্কাজনক: সামন্তলাল সেন

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহত নারী ও শিশুদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হয় ছয় মাসের অন্তঃসত্ত্বা জেসমিন আক্তারসহ তার আট বছরের শিশু সন্তান তানিমকে। আসার পথে মাওয়ায় তার ছয় বছরের কন্যা মেহরিন মারা যায়।

শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, বরিশালে ভর্তি ৮১ জনের ১০ জনকে ঢাকায় রেফার করা হয়েছে। এরই মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, বরিশাল মেডিকেলে চিকিৎসাব্যবস্থাকে সহায়তা দিতে সাত সদস্যের একটি মেডিকেল টিমকে ঢাকা থেকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডা. সামন্তলাল সেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.