রুটকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ল্যাবুশেন

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন মার্নাস ল্যাবুশেন। এর ফল পেয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‍্যাঙ্কিংয়ে। এই অজি ব্যাটার জো রুটকে টপকে শীর্ষে উঠে এসেছেন। ক্যারিয়ার সেরা ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন ল্যাবুশেন। আর রুট ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন।

অ্যাশেজের প্রথম ম্যাচে ৭৪ রানের সুবাদে ২ নম্বরে উঠে এসেছেন ল্যাবুশেন। দ্বিতীয় টেস্টে ১০৩ ও ৫১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটে ভর করেই ইংলিশদের ২৭৫ রানের ব্যবধানে হারিয়েছে অজিরা।

মিচেল স্টার্ক দ্বিতীয় টেস্টে ৮০ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন। ৪ ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন তিনি। এ ছাড়া অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক রুট। তিনি দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে এসেছেন। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ৮৬ রানের পাশাপাশি ৩টি উইকেট নিয়েছিলেন তিনি।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্টার্কেরও। অ্যাডিলেড টেস্টে অপরাজিত ৩৯ রান ও ১৯ রানের পাশাপাশি ৬ উইকেট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.