ঢাবির সূর্যসেন হল থেকে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মো. সিফাতুল্লাহ সিফাতের বিরুদ্ধে একই হলের অপর শিক্ষার্থী কাজী পরশ মিয়াকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে প্রশাসন।

রোববার (১৯ ডিসেম্বর) সূর্যসেন হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা যায়।

সিফাতুল্লাহ ঢাবি’র উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী পরশ মিয়াকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে হল প্রশাসন।

এর আগে, গত ১২ ডিসেম্বর হলে নির্যাতনের শিকার হয়ে হল প্রশাসনের কাছে সিফাতুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাজী পরশ মিয়া। অভিযোগের ভিত্তিতে সূর্যসেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক আহম্মদ উল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় হল প্রশাসন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.