ভারতে চলছে ব্যাংক হরতাল

ভারতে রাষ্ট্রীয় মালিকানাধীন একাধিক ব্যাংক বেসরকারি মালিকানায় হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং ব্যাংকিং আইন সংশোধনী বিল-২০২১ প্রত্যাহারের দাবিতে সামনে রেখে দেশটিতে হরতাল করছেন ব্যাংক কর্মচারীরা।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দুই দিনের এই হরতাল চলছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) হরতালের দ্বিতীয় এবং শেষ দিন।

এদিকে ভারতজুড়ে হরতালের জেরে ব্যাংকের সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে।

ভারতের ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য জানিয়েছেন, যদি সরকার তাদের দাবি না মানে তাহলে পরবর্তী সময়ে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। তাদের এই হরতালকে সমর্থন জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.