‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ ভালোমতো নেয়নি’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি লিনকেনের সঙ্গে র‍্যাব ও এর কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ফোনালাপ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছিল। কিন্তু আমি তাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সরাসরি বলিনি এবং তিনিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি।

তবে উভয়েই একমত এ বিষয়ে আমরা আলোচনা করবো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি—তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ভালোমতো নেয়নি।

র‍্যাব দুর্নীতিপরায়ণ নয় জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নীতি—সন্ত্রাসবাদ দমন, মাদক চোরাচালান বন্ধসহ এমন অন্যান্য সব বিষয়েই র‍্যাব কাজ করছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আমরা এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলবো।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.