একটি সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে বাংলাদেশের ৫০ বছর উদযাপন করছে ব্র্যাক ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশন। ব্র্যাক ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশন এর উদ্যোগে ১৪ থেকে ১৮ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘সৃজনে ও শেকড়ে’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে সংগীত, চলচ্চিত্র, নৃত্য, কারুশিল্প, চিত্রকলা ও সাহিত্যে বাঙালি সংস্কৃতির ও সমকালীন জীবনধারার নানা কৌণিক দিক প্রতিফলিত হচ্ছে এ উৎসবে।
বাংলাদেশের সংস্কৃতিচর্চা এবং সাধনাকে গতিময় করার লক্ষ্যে চর্চা ও প্রয়াসের অব্যাহত ধারার অংশ এই আয়োজন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর,)সাংস্কৃতিক উৎসবটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, এমপি।
উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশন এর চেয়ার আবুল খায়ের এবং ব্র্যাক ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান সৈয়দ আব্দুল মোমেন। ‘গানের ঝরনাতলায়’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজনে বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, মুনমুন আহমেদ, ফাহমিদা নবী, ওয়ার্দা রিহাব, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ভজন বাউল ও কৃষ্ণা বাউল, লাইসা আহমদ লিসা, ,খায়রুল আনাম শাকিল, রাহুল আনন্দ, অদিতি মহসিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, কৃষ্ণকলি, বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরাসহ নবীন ও প্রতিষ্ঠিত শিল্পীদের অংশগ্রহণে প্রতিদিন সংগীত, নৃত্য ও কবিতা পাঠ পরিবেশিত হবে।
এছাড়া শিশুদের নিয়ে চিত্রাংকন, ক্রাফটস ও পাপেট শো থাকছে ‘আকাশ কুসুম’ শিরোনামে। তিন সপ্তাহব্যাপী চলবে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘স্বোপার্জিত পৃথিবী – The Earth In Our Hands’। এ উপলক্ষ্যে বেঙ্গল বই স্টোরে ব্র্যাক ব্যাংক এ কার্ডহোল্ডারবৃন্দ পাবেন ৩০% পর্যন্ত ছাড়। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশের ৫০ বছর উদযাপন সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, “একটি বাংলাদেশি ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক জাতীয় মূল্যবোধ ও আদর্শকে ধারণ ও লালন করে। দেশবাসীর মত আমরাও বাংলাদেশের বিজয়ের ৫০ বছরের উদযাপন করতে পেরে গর্বিত। আমরা মনে করি, এ ধরনের বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেকড় ও সত্ত্বার খোঁজ পাওয়া যায়। আমরা বিশ্বাস করি, এ অনুষ্ঠান দেশের তরুণ প্রজন্মকে শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে ও উপলদ্ধি করতে অনুপ্রাণিত করবে।”



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.