মালেক স্পিনিংয়ে অগ্নিকান্ড

বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলসে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কোম্পানির গাজীপুরে অবস্থিত কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির কাঁচা তুলার ওয়ারহাউজে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কোম্পানিটি জানায়, তুলার বেলগুলি অত্যান্ত সংকুচিত হওয়ায় বিক্ষিপ্তভাবে আগুনের ঘটনা ঘটেছে,যা ফায়ার সার্ভিস টিম নিয়ন্ত্রণে এনেছে। কোম্পানিটির ওয়ার হাউজ এবং তুলা বিমা পলিসির নিয়ন্ত্রণে আছে।

কারখানায় আগুনে একজন আহত হয়েছে, সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। ১১ ডিসেম্বর সকাল থেকে কারখানার আংশিক কারযক্রম চালু রয়েছে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.