স্টোকসের টানা ৪ নো, আম্পায়ারের চোখে পড়ল মাত্র একটি!

অ্যাশেজ সিরিজে চলমান ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন একই ওভারে টানা চারটি নো বল করেছেন বেন স্টোকস। কিন্তু আম্পায়ারের নজরে এসেছে মাত্র একবার। চার নম্বর ‘নো বলে’ ডেভিড ওয়ার্নার আউট হয়ে গেলে ভিডিও রিপ্লে দেখে আগের নো বলগুলো নিয়ে টনক নড়ে সবার!

গ্যাবায় এই ঘটনার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল এক উইকেটে ৩৭ রান। ব্যাটিং করছিলেন ওয়ার্নার এবং বোলিং করতে আসেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডার ওভারের প্রথম চারটি বলই করেন ওভার স্টেপিং!

অর্থাৎ, বোলিং করার সময় তার পা সাদা দাগ অতিক্রম করে। অথচ প্রথম তিন বলে সেটা একবারও বুঝতে পারেননি কর্তব্যরত আম্পায়ার। সেই ওভারের চার নম্বর বলে ওয়ার্নার যখন আউট হন, তখনই আম্পায়ার ‘নো বলের’ বিষয়টি বুঝতে পারেন।

পরবর্তীতে দেখা যায়, ওভারের প্রথম চারটি বলই আদতে ‘নো বল’ ছিল! এই চারটি ডেলিভারির সময় সাদা দাগ অতিক্রম করেছিলেন স্টোকস। অথচ আম্পায়ার ‘নো বল’ ডেকেছেন কেবল শেষবার!

এ নিয়ে ইতোমধ্যে সমালোচনাও শুরু হয়েছে। সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং বলেন, ‘কেউ যদি এগুলো দেখার পরও নো বল না দেয় তাহলে সেটা অবশ্যই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে, এগুলো নো বলই ছিল। ওভারের প্রথম বলটি যদি আম্পায়ার ধরিয়ে দিতেন, তাহলে সম্ভবত স্টোকস নিজেকে শুধরে নিতে পারতেন।’

চলমান ব্রিসবেন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে ১৪৭ রান। এরপর বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা হয়নি। দ্বিতীয় দিনে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ ছয় উইকেটে ২৫৭ রান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.