চট্টগ্রামে গার্মেন্টসের জুট গুদামে আগুন

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় একটি গার্মেন্টসের জুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর ছয়টি ইউনিট। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর সোয়া পাঁচটার দিকে ঝুট গুদামটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া আগুন লাগার আগে ভেতরে কেউ ছিল কিনা তাও জানা যায়নি।

জানা যায়, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুই তলা একটি ভবনে ঝুটের গুদামে ভোরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে আতুরার ডিপো এলাকায় দোতলা একটি ভবনে আগুন লাগে। সেটি একটি জুটের গুদাম ছিলো। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের কাপড় রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি আগুন নেভাতে কাজ করছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.