ভারতের প্রতিরক্ষাপ্রধানের হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

সেনা সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে চারজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তবে বিপিন রাওয়াত আহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে তামিলনাড়ুর কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলে সেনাবাহিনীর এম-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে। ওই হেলিকপ্টারে সস্ত্রীক প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী। দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে, তাদের স্থানীয় ওয়েলিংটন ক্যান্টনমেন্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি, তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

অর্থসূচক/এমআর/ এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.