ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়: ওমর সানী

নারীর প্রতি ‘অবমাননাকর’ মন্তব্য করে বিতর্কের মুখে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরই মধ্যে প্রতিমন্ত্রীর ফাঁস হওয়া একটি ফোনালাপ ভাইরাল হওয়ার পর তীব্র হয়েছে সমালোচনা।

ফোনালাপে শোনা গেছে, প্রতিমন্ত্রী কথা বলছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে। মুরাদ হাসানের পুরো বক্তব্যে ছিল অজস্র অশালীন শব্দ।

এরপর সোমবার তাকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ নিয়ে নানা জন নানা প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ থেকে বাদ যাননি চিত্রনায়ক ওমর সানীও।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ অভিনেতা লেখেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়। আর মাহির ওই মুহূর্তে কী-ইবা করার থাকে কী-ইবা বলার থাকে বলুন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমি একজন শিল্পী।’

এদিকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে নিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। মঙ্গলবার দুপুরে পদত্যাগপত্র পাঠিয়েছেন মন্ত্রণালয়ে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.