করোনায় আক্রান্ত বাংলাদেশের ২ নারী ক্রিকেটার

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার। আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে কিছুদিন আগেই জিম্বাবুয়ে গিয়েছিল তারা।

ধারণা করা হচ্ছে করোনায় আক্রান্ত দুই ক্রিকেটার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। করোনা পরিস্থিতির কারণে মাঝ পথেই স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ বাছাই পর্ব। এরপর আগামী ১ ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশের মেয়েরা। তাদের বাধ্যতামূলক পাঁচদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।

এখনও নারী দলের সবাইকে রাখা হয়েছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। সেখানেই দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি ক্রিকেটারদের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

দুই নারী ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে দুই ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার কারণে দলের বাকি ক্রিকেটারদের মধ্যেও চাপা উত্তেজনা বিরাজ করছে। এর ফলে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন সময়সীমা বাড়ানো হবে কিনা জানা যায়নি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.