এখন থেকে আর কথা নয়, অ্যাকশন শুরু হবে: গয়েশ্বর

বর্তমান সরকারের বিরুদ্ধে এখন থেকে আর কথা নয়, অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘মিডনাইট গভর্মেন্ট’-এর বিরুদ্ধে এখন থেকে আর কথা নয়, অ্যাকশন শুরু হবে। মিডনাইটেই এ গভর্মেন্টকে বিদায় করব, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, দেশবাসীকে মুক্ত করব।

তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একবার নয়, তিনবার। তিনি আলাদা আলাদাভাবে ২৩টি আসনে নির্বাচন করে প্রতিটি আসন থেকে বিজয়ী হয়েছেন। সেই নেত্রী সম্পর্কে যে ধরনের ঠাট্টা মশকরা করা হয়, এটা সৃষ্টাচারের সঙ্গে তুলনা করা যায় না। এরা বেয়াদব। এদের জবাব মুখে দেওয়া যায় না।

তিনি আরও বলেন, আপনারা আপনাদের সাহসকে আরও প্রত্যয়ী করেন। নেতাকর্মীদের সঙ্গে আরও ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন। এটাই হবে আমাদের আন্দোলনের সফলতার মূলমন্ত্র।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.