প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে এনভয় টেক্সটাইল

বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ফেসভ্যালুতে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সম্ভব্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৮৭ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিয়ে শেয়ার ইস্যু করতে পারবে।

এনভয় টেক্সটাইল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ব্লেন্ডেড ইয়ার্ন উৎপাদন সম্প্রসারণ এবং উচ্চ মূল্যের ঋণ পরিশোধ করবে।

শেয়ারটি ৫ বছরে অবসায়সযোগ্য। ফিক্সড রেটে অর্ধবার্ষিকীতে লভ্যাংশ দেবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.