সুপ্রিম কোর্টের বিচারকাজ শারীরিক উপস্থিতিতে শুরু

প্রায় ২০ মাস পর শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে। ২০২০ সালের মার্চ মাসে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে উচ্চ আদালতের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হয়ে আসছে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু করেন পাঁচজন বিচারপতি। সকাল সাড়ে দশটার পর বিচার কাজ শুরু করেন হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনায় গত ২৯ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ পরিচালিত হবে। প্রধান বিচারপতি এ নির্দেশনা জারি করেন।

প্রজ্ঞাপনের কপি অ্যাটর্নি জেনারেল অফিসসহ সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.