‘আবারো রক্তক্ষরণ হয়েছে খালেদা জিয়ার’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গতকাল সোমবার (২৯ নভেম্বর) আবারও খালেদা জিয়ার রক্তক্ষরণ হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশে তিনি এ কথা জানান।

এ নিয়ে খালেদা জিয়ার চতুর্থ দফায় রক্তক্ষরণ হয়েছে। এর আগে গত রবিবার (২৮ নভেম্বর) তার চিকিৎসকরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১৭ নভেম্বর থেকে তার তিন দফায় রক্তক্ষরণ হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল (সোমবার) রাত ১২টার দিকে হঠাৎ ডা. জাহিদ হোসেন আমাকে ফোন করে বলেন, দ্রুত হাসপাতালে আসেন। আমি সেখানে গিয়ে দেখি অন্তত ১০ জন চিকিৎসক বসে আছেন। ঘরে ঢুকে আমি জানতে চাই, কী হয়েছে। তাদের অন্তত চিন্তিত দেখাচ্ছিল। তারা জানালেন, যেটা ভয় পাচ্ছিলাম, সেটাই হয়েছে। আবারও আজ (সোমবার) সন্ধ্যায় তার রক্তক্ষরণ হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সকালে আবারও ডা. জাহিদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, কাল থেকে ম্যাডামের অবস্থা অনেকটা ভালো। এই ভালো ভালো নয়। চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি।’

ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে  সমাবেশে মির্জা ফখরুল সরকারের সমালোচনা করেন। তিনি তার বক্তব্যে অর্থনীতি, রাজনীতি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.