খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ চায় ভাসানীর মেয়ে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দলীয় নেত্রীকে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে দেখে এসে এই অনুরোধ করেন তিনি।

মাহমুদা খানম ভাসানী বলেন, ‘বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। তিনি সামান্য নড়াচড়া করতেও কষ্ট পান। আমাদের কাছে ম্যাডাম দোয়া চেয়েছেন। দেশবাসীর কাছেও তিনি দোয়া চেয়েছেন।’

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, আজ সকালে মওলানা ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী, বড় মেয়ের ছেলে হাবিব হাসান, মাহমুদুল হক ও মেয়ে সুরাইয়া সুলতানা হাসপাতালে এসে খালেদা জিয়ার খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.