ভারত যাচ্ছে বাংলাদেশের যুবারা

আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। যুব ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল থেকে জায়গা হারিয়েছেন মহিউদ্দিন তারেক, মাকসুদুর রহমান, আহসান হাবিব লিয়ন ও গোলাম কিবরিয়া। যদিও তাদেরকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। শ্রীলঙ্কা সফরে মেহরাব হাসান দলকে নেতৃত্ব দিলেও তিন দলের যুব ওয়ানডে সিরিজের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি।

আগামী ২৯ নভেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের যুবারা। ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে দুটি এবং ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে মেহরাবরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলকে নিয়ে আগামী ৭ ডিসেম্বর হবে ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহরাব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান, নাইমুর রহমান নয়ন, জিশান আলম, মোহাম্মদ ফাহিম।

স্ট্যান্ড বাই: শাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিয়ন, গোলাম কিবরিয়া, তৌহিদুল ইসলাম।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.