মুগদায় বিস্ফোরণে দগ্ধ মা-ছেলের মৃত্যু

রাজধানীর মুগদার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন প্রিয়াংকা বারৈ (৩২) ও অরুপ বৌদ্ধ (৫)। তারা সম্পর্কে মা ও ছেলে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এই ঘটনায় মারা যাওয়া গৃহবধূর স্বামী সুধাংশু বৌদ্ধ ও শাশুড়ি শেফালী রাণী বারৈ চিকিৎসাধীন আছেন।

গতকাল সোমবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচ তলা বাড়ির নিচতলায় আগুন লাগে। পরে দগ্ধ চারজনকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সুধাংশু ২৫ শতাংশ, প্রিয়াঙ্কা ৭২ শতাংশ, উরক ৬৭ শতাংশ ও শেফালী ৬৫ শতাংশ দগ্ধ হয়েছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.