বাংলাদেশ দলের জরিমানা, ডিমেরিট পয়েন্ট পেলেন হাসান

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলী। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে বাংলাদেশ দলকেও।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহানকে আউট করার পর মাঠ থেকে বেড়িয়ে ইঙ্গিত করেছিলেন হাসান। এই বিষয়টি নজর এড়ায়নি আইসিসির।

বিষয়টিকে লেভেল-১ অপরাধ মনে করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এর ফলে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটাই হাসানের প্রথম ডিমেরিট পয়েন্ট।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন হাসান। শাস্তি মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এদিকে জরিমানার কবলে পড়তে হয়েছে বাংলাদেশ দলকেও। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের সব ক্রিকেটারের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে অধিনায়কসহ সবাইকে নুনতম ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.