মার্কেন্টাইল ব্যাংক ও নাসিকের মধ্যে চুক্তি স্বাক্ষর

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে গত ১১ নভেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তার অনলাইন ব্যাংকিং সুবিধা, কালেকশন বুথ, মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ (এমবিএল রেইনবো), এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর পানি ও পয়ঃ অভিকর বিল, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স (নতুন ও নবায়ন) এবং অন্যান্য সার্ভিসসমূহের বিল সংগ্রহের দায়িত্ব পেল।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ভিপি ও নারায়ণগঞ্জ শাখাপ্রধান মোঃ শাহাদাত হোসেন খান, এভিপি ও হেড অফ আইএলএম ডিভিশন তপন জেমস রোজারিও এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ হেমায়েত হোসেন এবং
নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/আরএমএস/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.