দেশীয় পণ্যের ‘দেশজ ক্রাফটস’ মেলা শুরু

করোনা পরিস্থিতি পর দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে দুদিনব্যাপী দেশজ ক্রাফটস মেলা৷ এতে ৩৭টি স্টলে প্রায় ৪০ জনের বেশি উদ্যোক্তা অংশ নিয়েছেন৷

রাজধানীর ধানমন্ডি ২৭ এর ডব্লিওভিএ অডিটোরিয়ামে এ শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে মেলা শুরু হয়৷ মেলা চলবে শনিবার (১৩ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত৷

মেলার উদ্বোধন করেন ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনাম জাহান শিলা৷ বিশেষ অতিথি ছিলেন টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম৷

জানা গেছে, দেশজ ক্রাফটসের উদ্যোগে আয়োজিত এ মেলায় শুধুমাত্র দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে বেশিরভাগ তরুণ উদ্যোক্তা অংশ নিয়েছেন৷

মেলায় উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স নিয়ে আলোচনা করা হয়৷ শনিবারও থাকবে উদ্যোক্তাদের সিগনেচার পণ্য নিয়ে একটি আলোচনা পর্ব।

আয়োজনে দেশজ ক্রাফটসের সঙ্গে আছে ‘দেশীয়-মেইড ইন বাংলাদেশ’ ফেসবুক গ্রুপ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেত্রী বলেন, এ ধরনের মেলা আমাদের দেশকে এবং নারীদের বাইরে নিয়ে আসছে এবং পুরুষদের পাশাপাশি তাদের সক্ষমতা অর্জনে সহায়তা করছে, যা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বৃহৎ ভূমিকা পালন করবে৷

দেশজ ক্রাফটসের পরিচালক নিশাত মুশফিকা বলেন, মেলায় দেশজ পণ্যের ভেতরে মসলিন, জামদানি, ক্রাফটস, শো-কেজিং পণ্য, বাঁশ বেতের পণ্য, গহনা এসেছে। আমি বরাবরই এমন আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে চাই৷

অর্থসূচক/আরএমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.