সপ্তাহজুড়ে সব ধরনের সূচকের উত্থান

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮.২৭ শতাংশ। সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধনে ইতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৮৯৮ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল  ৬ হাজার  ৪৩০ কোটি ৪০ লাখ ৯২ হাজার  টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৩১ কোটি ৯৩ লাখ টাকার বা ৮.২৭ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮৯ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭৯ দশমিক ৬৮ পয়েন্ট বা ৩ দশমিক ০৬ শতাংশ বেড়ে ২ হাজার ৬৮০ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫.৩৯ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ২০৮টির। আর ৪টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪ হাজার ৯১১ কোটি ৯৬ লাখ ৪১ হাজার  টাকা বা দশমিক ৮৯ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫১ হাজার ৫৫৮ কোটি ১২ লাখ ৩৬ হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি ৮ লাখ ৭৭ হাজার  টাকায়।

  অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.