বাবরদের হারানো অসম্ভব: রমিজ রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। সুপার টুয়েলভে বাবর আজমের দলের জয় রথ থামাতে পারেনি কেউই। এমন পারফরম্যান্সের পর এবারের আসরে পাকিস্তানকে নিয়ে বেশ আশাবাদী রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির বিশ্বাস, এই দলকে কেউই হারাতে পারবে না।

ভারতকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা করেছিল পাকিস্তান। বোলারদের দাপুটে বোলিংয়ের পর বাবর-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটের ওপর ভর করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল তারা। এই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস পাকিস্তান আর হাতছাড়া করেনি।

এরপর নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে আসরে এখনও পর্যন্ত অপরাজিত পাকিস্তান। সবগুলো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে দুর্দান্ত ফর্মে থাক বাবর-শাহিন আফ্রিদিরা। রমিজের ধারণা, ‘ফলাফলের কথা চিন্তা না করে নিজেদের সেরাটা দিয়ে খেলো। একজন ক্রিকেটার হিসেবে আমি তোমাদের বলছি, এই দলকে হারানো অসম্ভব। প্রতিপক্ষ যেই হোক, তোমরা যেভাবে খেলছো সেভাবেই খেলো। কখনও কখনও জয়ের জন্য তোমরা মরিয়া থাকো। তোমাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। তোমরা হয়তো ভাবো যে কাউকে হারাতে পারবে।’

রমিজ বর্তমানে পিসিবির দায়িত্বে থাকলেও এক সময় তিনি পাকিস্তানের জার্সিতে মাঠ মাতিয়েছেন। তাই তিনি জানেন বাইশ গজে পারফর্ম করা কতটা কঠিন কাজ। পিসিবি সভাপতি বলেন, ‘আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং আমি জানি একজন খেলোয়াড় হিসেবে মাঠে পারফর্ম করাটা কতটা কঠিন। বাবর যেভাবে তার দলকে নেতৃত্ব দিচ্ছে, এটা তার জন্য অনেক বড় অর্জন।’

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.